নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ২৫,মার্চ :: অভয়া আন্দোলনের অন্যতম মুখ ডঃ সুবর্ণ গোস্বামীর বদলির প্রতিবাদে পূর্ব বর্ধমানে বিশাল প্রতিবাদ কর্মসূচি গৃহীত হয়। এই আন্দোলনে সামিল হয়েছিলেন অভয়ার মা ও বাবা, যারা তাঁদের মেয়ের ন্যায়বিচারের দাবিতে দৃঢ়ভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন।
প্রতিবাদ কর্মসূচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভয়ার বাবা জানান, “বিচার অধরা এটা বলবো না, লড়াই চলছে। লোয়ার কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট—সব জায়গাতেই মামলা রয়েছে। আমরা আশাবাদী সঠিক বিচার পাবো।সিবিআই তৎপর হলে আমরা বিভিন্ন আদালতে আদালতে ঘুরতাম না”। তাঁর কথায় স্পষ্ট, আইনি লড়াই চললেও সিবিআইয়ের ভূমিকা নিয়ে তিনি ক্ষুব্ধ ও হতাশ।
অন্যদিকে, প্রতিবাদের মঞ্চ থেকে অভয়ার মা বলেন, “বাংলার মানুষের শিরদাঁড়া সোজা আছে, সেটা প্রমাণিত। বাংলার সাধারণ মানুষ আমাদের পাশে আছেন বলে আমরা বলার শক্তি পাচ্ছি।” তিনি অভিযোগ করেন, “সরকার যারা অন্যায় করছে তাদের পুরস্কৃত করছে আর যারা উই ওয়ান্ট জাস্টিস বলছে, বিচার চাইছে তাদের বহিষ্কার করছে”।
সুবর্ণ গোস্বামীর বদলির ঘটনাকে কেন্দ্র করে অভয়া আন্দোলনের সমর্থকরা আরও জোরালোভাবে প্রতিবাদ চালিয়ে যাওয়ার সংকল্প নিয়েছেন। তাঁদের মতে, এই বদলি শুধুমাত্র আন্দোলনের কণ্ঠ রোধ করার চেষ্টা, যা কখনোই সফল হবে না।