নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: মঙ্গলবার ১,জুলাই :: অভাবের তাড়নায় দোমহনীর মরিচ বাড়ি এলাকায় দেড় বছরের শিশুকে তিস্তায় ছুড়ে ফেলে দেওয়া বাওয়ালী পরিবার কে আজ গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে শিশুটির জন্য এক মাসের দুধ ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে।
এই পরিবারের খাদ্য সামগ্রী বিতরণের জন্য অর্থ সাহায্য দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার উপদেষ্টা মন্ডলীর সদস্য তথা বিখ্যাত সমাজসেবী তথা প্রাক্তন ফুটবলার উৎপল গুহ বিশ্বাস ।
বাচ্চার এক মাসের দুধ ও পরিবারের জন্য এক মাসের খাদ্য সামগ্রী পেয়ে খুশি পরিবারের কর্তা ও গ্রাম বাসীরা। গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অংকুর দাস জানান,আমরা খবর পেয়ে
আমাদের উপদেষ্টা, সমাজসেবী মালদার উৎপল গুহ বিশ্বাস দাদার সাথে আলোচনা করি এবং উৎপল দাদার অর্থ সাহায্যে এক মাসের দুধ ও খাদ্য সামগ্রী দিয়ে গেলাম। আগামী দিনেও গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থা ওনাদের পাশে থাকবে