নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁচরাপাড়া :: সোমবার ৩,নভেম্বর :: কাঁচরাপাড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডে ফোরম্যান কলোনিতে নিতাই রায় পেশায় ভ্যানচালক। এলাকার লোকের অভিযোগ তিনজন মহিলা নিতাই রায় এর বাড়িতে আসেন এবং তার স্ত্রীর সঙ্গে কথা বলেন তারপর তারা বেরিয়ে যান। পিছন পিছন বাচ্চাটিকে নিয়ে তার মাও বেরিয়ে যায়।
এরপরই প্রতিবেশীদের সন্দেহ হয় তারাও পিছু নেয় । পুরো বিষয়টি নিতাই রায়ের প্রতিবেশীরা বিজপুর থানায় জানান। পাড়ার লোকের অভিযোগ এর আগেও একটা বাচ্চা বিক্রি করেছে। পাড়ার প্রতিবেশীর অভিযোগ সেই টাকা দিয়ে টোটো কিনেছে এবং কুড়ি হাজার টাকা নগদ পেয়েছিল এর থেকে লোভ জন্মায়।
এই ঘটনার পর বাচ্চার পিতা নিতাই রায় বলেন আমি বাচ্চাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলাম। যদিও এলাকার লোকের চাপে তিনি স্বীকার করেন বাচ্চাটিকে তিনি বিক্রি করতে নিয়ে যাচ্ছিলেন। তিনি আরো বলেন আগের বাচ্চাটিকে আমি এমনি দিয়ে দিয়েছিলাম কোন পয়সা নেইনি।

