নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চোপড়া :: শুক্রবার ৬,জুন :: একটি নুডুলস বোঝাই লরি বিহার থেকে আসাম যাবার সময় চোপড়ার মিশন মোড়ে পুলিশ গাড়ির তল্লাশী চালাতেই পুলিশের চক্ষু চড়ক গাছ।লরির ভেতরে সারি সারিভাবে দাঁড়িয়ে আছে মোষ। লরির ভেতর থেকে কুড়িটি মোষ উদ্ধার হয়।মোষ পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল।
মোষ পাচারের অভিযোগে লরির চালক সহ চারজনকে আটক করেছে চোপড়া থানার পুলিশ। উদ্ধার হওয়া মোষ গুলিকে ইসলামপুর খামারে পাঠানো হয়েছে।এই মোষ পাচারে সঙ্গে আর কে কে জড়িত পুলিশ তা খতিয়ে দেখছে।