ডেস্ক নিউজ :: সংবাদ প্রবাহ :: বরেলি(উঃ প্রদেশ):: শুক্রবার ১৮,সেপ্টেম্বর :: অভিনেত্রী দিশা পাটনির বাড়িকে লক্ষ্য করে ষড়যন্ত্র – পুলিশের এনকাউন্টারে নিহত দুই অভিযুক্ত
বলিউড অভিনেত্রী দিশা পাটনির বাড়িকে ঘিরে বড় চাঞ্চল্য। পুলিশ সূত্রে খবর, অভিনেত্রীর বাড়ির দিকে হামলার ছক কষছিল একদল দুষ্কৃতী। ১২ সেপ্টেম্বর ভোরে বরেলির সিভিল লাইনস এলাকায় দিশা পাটানির পৈতৃক বাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটে।
যা নিয়ে আতঙ্ক ছড়ায়। গুলি চলার সময় অভিনেত্রীর বাবা অবসরপ্রাপ্ত ডিএসপি জগদীশ সিং পাটানি, মা, বড় বোন খুশবু বাড়িতে উপস্থিত ছিলেন।
গতকালই শহরের উপকণ্ঠে ধাওয়া চালিয়ে অভিযুক্তদের পাকড়াও করার চেষ্টা করে পুলিশ। সেই সময় গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। পাল্টা জবাব দেয় পুলিশও। প্রায় কিছুক্ষণ ধরে চলা গুলির লড়াইয়ে দু’জন অভিযুক্ত ঘটনাস্থলেই মারা যায়। একজন পুলিস কর্মীও গুলিতে আহত হয়েছেন
বাকিদের খোঁজে চলছে তল্লাশি। জানা গেছে সন্দেহভাজন দুজনই গ্যাংস্টার গোল্ডি ব্রারের দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। অভিনেত্রী দিশা পাটনি এসময় বাড়িতে উপস্থিত ছিলেন না। তিনি ও তাঁর পরিবার নিরাপদে আছেন বলে জানিয়েছে পুলিশ। তবে কেন তাঁকে লক্ষ্য করে এই হামলার ছক, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তদের আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। গোটা ঘটনার সঙ্গে অন্য কোনো চক্র যুক্ত কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।