নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বৃহস্পতিবার ১৫,জুন :: হাওড়ার ডোমজুড় বিডিও অফিসে নমিনেশন জমা করতে এসে তৃণমূল নেতার হাতে বাধা পেলেন আইএসএফের এক প্রার্থী। এই অভিযোগ ঘিরে বৃহস্পতিবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গেছে, বাঁকড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জন্য নমিনেশন করতে এসেছিলেন আইএসএফের ওই প্রার্থী।
সে সময় তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি আলম আইএসএফের ওই প্রার্থীকে মনোনয়ন করতে বাধা দেয়। ধাক্কাধাক্কি করে। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পুলিশ আসে। অভিযোগ, পুলিশ এই ঘটনায় অভিযুক্ত আলমকে না ধরে উল্টে ওই আইএসএফের ওই প্রার্থীকেই আটক করে থানায় নিয়ে যায়।
এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। তৃণমূলের ওই প্রাক্তন অঞ্চল সভাপতিকে না ধরে উল্টে আইএসএফের প্রার্থীকে কেন পুলিশ আটক করল তা নিয়ে প্রশ্ন উঠেছে।