নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ৬,অক্টোবর :: ১০০ দিনের কাজে শ্রমিকদের বকেয়া টাকা আদায়ের দাবিতে এবং বাংলার প্রতি কেন্দ্র সরকারের একাধিক বঞ্চনাকে করে সামনে রেখে রাজভবন চলো কর্মসূচির ডাক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রবীন্দ্র সদনের সামনে মোহরকুঞ্জ থেকে রাজভবনের নর্থ গেট পর্যন্ত মিছিল করে আসার পর রাজভবনের নর্থ গেটে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বড় কর্মসূচির কথা ঘোষণা করেন বৃহস্পতিবার রাতে। তিনি বলেন, রাজ্যপাল না ফেরা পর্যন্ত ধর্না চলবে । এরপরই রাজভবনে নর্থ গেটের কাছে ধর্নায় বসেন বকেয়া আদায়ের দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এবার তার সাথে দেখা করতে গেলেন অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে অভিষেক আর নিচে তখন রুজীরা। কথা বললেন অরূপ বিশ্বাসের সঙ্গে।