নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: ১৩,মে :: আগামী ৬ মাসের মধ্যে আন্দোলন করে রাজ্যের পাওনা টাকা ছিনিয়ে না আনতে পারলে রাজনীতি ছেড়ে দেব। প্রয়োজনে দিল্লিতে গিয়ে কৃষি ভবনের সামনে আন্দোলনে বসবো।
শুক্রবার পূর্ব বর্ধমানের কেতুগ্রাম বিধানসভার পাঁচুন্দিতে তৃণমূলের নব জোয়ার কর্মসূচির মঞ্চ থেকে এভাবেই কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দোপাধ্যায়। এই সভা থেকে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের সাড়ে সাত হাজার কোটি টাকা আটকে রেখেছে। আবাস যোজনার আট হাজার কোটি টাকাও আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার।
আজ অভিষেকের নব জোয়ার কর্মসূচির ১৮ তম দিনে পূর্ব বর্ধমান জেলায় আসেন তিনি। বীরভূমে কর্মসূচি শেষ করে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের ফুটিসাকো আসেন তিনি। সেখান থেকে পাঁচুন্দী বাসষ্ট্যান্ড চত্ত্বরে সভা করেন তিনি। এই সভা থেকে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প সভাস্থল থেকে প্রচার করে।