নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: নদিয়ায় অভিষেক বন্দোপাধ্যায়ের জনসভা সফল করতে তারই প্রস্তুতি সাইকেল মিছিল নবদ্বীপে। আজ নবদ্বীপ শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নবদ্বীপ রিক্রিয়েশন ক্লাবের মাঠ থেকে প্রাচীন মায়াপুর নরহরি ধাম পর্যন্ত সাইকেল মিছিলের আয়োজন করা হয়।
এদিন শহর যুব তৃণমূল নেতা সুজিত শাহ ও সুকুমার রাজবংশীর নেতৃত্বে এই সাইকেল মিছিল সংগটিত হয়। এদিনের সাইকেল মিছিলে যুব তৃণমূল কর্মী-সমর্থকের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো।
