রক্তিম সিদ্ধান্ত :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: সোমবার ২৯,মে :: -রবিবার মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ঞায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল এবং ধিক্কার সভার আয়োজন করা হল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব।
মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব এবং কর্মীদের উপর তৃণমূল কংগ্রেসের নবজোয়ার কর্মসূচি চলাকালীন বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে বড়ঞায় শাসক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হল বলে জানিয়েছেন ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য আবু বাক্কার।