শুধুমাত্র ডায়মন্ড হারবার শহরে ৫০ টি টোটো আর বিধানসভা জুড়ে প্রায় ১৫০ টিরও বেশী টোটো এই পরিষেবা মিলবে গোটা বিধানসভা জুড়ে এহেন টোটো পরিষেবায় খুশী ডায়মন্ড হারবার বাসী
আজ সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর সেদিকে নজর রেখেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবেই ডায়মন্ড হারবারে সকল পরীক্ষার্থীদের জন্য বিশেষ টোটো পরিষেবার চালু করল ডায়মন্ড হারবারের পর্যবেক্ষক সামিম আহমেদ।
ছাত্র ছাত্রীদের জীবনের বড় পরীক্ষা। তাই উচ্চ মাধ্যমিক নিয়ে ডায়মন্ড হারবারে তৃণমূলের নেতৃত্বের তৎপরতাও তুঙ্গে। পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে বিনামূল্যেই যাতায়াত করতে পারে, তারই ব্যবস্থা করা হল । পরীক্ষার্থীদের পরীক্ষার হলে পৌঁছে দেবে টোটো, তার জন্য দিতে হবে না কোনও ভাড়া। এলাকায় যতগুলি স্কুলে পরীক্ষাকেন্দ্র তৈরি হয়েছে, সবকটিতেই পৌঁছে দেবে বিনামূল্যের টোটো।
এর ফলে পরীক্ষার্থীদের যাতায়াত নিয়ে কোনও মাথাব্যাথা থাকবে না বলেই মনে করা হচ্ছে। তার পাশাপাশি বিভিন্ন সেন্টারের কাছাকছি একটি করে বিশেষ ক্যাম্পও চালু করল। সেই ক্যাম্প গুলো থেকে পুরো বিষয়টি তদারকি করা হবে। কোন পরীক্ষার্থী যদি সমস্যায় পড়ে তৎক্ষণাৎ তৃণমূল ছাত্রপরিষদের ছেলেমেয়েরা সব ব্যবস্থা করে দেবে।