নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: অমরনাথে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের মুখে আসানসোলের একদল যুবক। শ্যামলেন্দু রায়, অমিত রায়, বাপ্পা সামন্ত সহ ১২ জন গিয়েছেন অমরনাথ দর্শনে। এরা সকলেই নেতাজি স্পোর্টিং ক্লাবের সদস্য। ওই যুবকরা তাঁদের পরিবারকে কোনক্রমে যোগাযোগ করতে পেরেছেন।জানিয়েছেন কীভাবে প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছেন ও কোনও মতে প্রাণে বেঁচেছেন তাঁরা। তবে টাকা পয়সা জিনিসপত্র সব খোয়া গেছে। দুর্ঘটনার শিকার যুবকদের পরিবারের সদস্যরা উদ্বিগ্ন। তবে একটাই স্বস্তি ওই ১২ জন আপাতত বিপদ মুক্ত। তবু বাড়ি ফিরে না আসা পর্যন্ত চিন্তিত পরিবারের সদস্যরা।