নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মহিষাদল :: পূর্ব মেদিনীপুর থেকে ৮ জন অমরনাথ যাত্রা শুরু করেছিলেন। আচমকাই প্রাকৃতিক বিপর্যয় কারণে অমরনাথের পাহাড় ধ্বস নামে। ২০ জনেরও বেশি মৃত্যু৷ নিখোঁজ রয়েছেন শতাধিকেরও বেশি। তার মাঝেও পূর্ব মেদিনীপুরের মহিষাদল ও তমলুকের ৮ জন অমরনাথে গিয়েছিল৷
কার্যত প্রকৃতি আরও ভয়ানক রুপ ধারন করছে। তাই স্থানীয় প্রশাসন হঠাৎ করে অমরনাথ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে সমস্যায় পড়ছেন অনেক যাত্রীরা।
শনিবারই বাংলার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ও তমলুক থেকে ৮ জনের একটি দল গিয়ে পৌঁছেছে। সেখানে গিয়ে জানতে পারে অমরনাথ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে কি করবে বুঝতে পারছেন না রমেশ সাঁতরা, সোমেশ সাঁতরা,দেবাশীষ মাইতি, তপনকুমার জানা সহ দলের অন্যান্যরা।
জগন্নাথের ধ্বজা আটকে পড়ায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন বেড়াতে যাওয়া পরিবারের সদস্যরা থেকে আত্মীয়-পরিজনরা। পরিবারের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ প্রশাসনের কাছ দ্বারস্থ হয়েছেন বলে জানা গেছে।
অবরোধে আটকে পড়া পূর্ব মেদিনীপুরের বাসিন্দারা জানান ” এসেই শুনতে পাই প্রাকৃতিক দূর্যোগের কারনে প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে। ফলে অমরনাথ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়ছে। আমরা একটি হোটেলে উঠেছি। সকলে এক সাথে রয়েছি। জানিনা আগামীদিনে কি হবে।আমরা খুব চিন্তায় রয়েছে “।