নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: জম্মু :: শনিবার ২৯,জুন :: অমরনাথ যাত্রার শুভ সূচনা হয়ে গেল। অমরনাথ যাত্রা প্রতিবছর অনুষ্ঠিত হয়ে থাকে। এদিন ভোরে শুরু হলো অমরনাথ যাত্রা। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে অমরনাথ যাত্রা শুরু হয়ে গেলেও বেশ কিছু বিধি-নিষেধ থাকছে।
বিষয়গুলি জানিয়েছে প্রশাসন।যাবতীয় বিষয় বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। সব সময় আইডি কার্ড গলায় ঝুলিয়ে রাখার বিষয় রয়েছে। জল শুকনো ফল ইলেক্ট্রল পাউডার রাখতে হবে পাশাপাশি বারংবার জল পান করার বিষয় বলা হয়েছে।
অমরনাথ যাত্রা সময় কালে ঘন ঘন বিশ্রাম নেওয়ার বিষয় উল্লেখ করা হয়েছে। খালি পেটে হাঁটার ক্ষেত্রে বারণ করা হয়েছে, কারণ খালি পেটে হাঁটা যথেষ্ট বিপদজনক। আরো বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। আজ থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা, ৫৩ দিন ধরে চলবে অমরনাথ যাত্রা। নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো করা হয়েছে।