অমানবিক দৃশ্য দেখলো জলপাইগুড়িবাসী। মায়ের মৃতদেহ কাধে নিয়ে ক্রান্তির উদ্যেশ্যে পায়ে হেটে যাচ্ছে তার ছেলে ও স্বামী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: অমানবিক দৃশ্য দেখলো জলপাইগুড়িবাসী। মায়ের মৃতদেহ কাধে নিয়ে ক্রান্তির উদ্যেশ্যে পায়ে হেটে যাচ্ছে তার ছেলে ও স্বামী। অভিযোগ মাল মহকুমার ক্রান্তির ব্লকের বাসিন্দা পেশায় দিন মজুর রামপ্রসাদ দেওয়ান তার মা লক্ষ্মীরাণী দেওয়ানকে গতকাল রাতে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন শ্বাসকষ্টের জন্য। রাতেই মারা যায় লক্ষ্মীরাণী দেওয়ান৷

আজ সকালে মায়ের মৃতদেহ বাড়ি নিয়ে যাওয়ার জন্য একটি এম্বুলেন্স ভাড়া করতে গেলে অভিযোগ ১০০০টাকা ভাড়ার জায়গায় হাসপাতালের থাকা এম্বুলেন্সের ভাড়া চাওয়া হয় ৩০০০হাজার টাকা। এতো টাকা দিতে না পেরে মায়ের মৃতদেহ কাধের নিয়েই পায়ে হেটে ক্রান্তির উদ্যেশ্যে রওনা দেয় রামপ্রসাদ দেওয়ান৷

পথেই এই দৃশ্য চোখে পরে জলপাইগুড়ি গ্রীন জলপাইগুড়ি নামক একটি সেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক অঙ্গুর দাসের। সঙ্গে সঙ্গে তাদের শববাহী গাড়ি ডেকে সেই গাড়িতে মৃতদেহ ক্রান্তির উদ্যেশ্যে রওনা দেয়৷ এই দৃশ্য আরো একবার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল প্রকাশ্যে আনলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − eight =