নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের অদূরে দোহালিয়া কালী মন্দিরে রবিবার অমাবশ্যা উপলক্ষে ভিড় উপছে পড়লো । পৌষ মাসে এমনিতেই প্রতিদিন বহু দর্শনার্থী ভিড় জমায় এই দোহালিয়া কালী মন্দির প্রাঙ্গণে ।পূজা দেবার পাশপাশি পিকনিক করবার জন্য, তবে রবিবার অমাবশ্যা জন্য সেই ভিড় তুলনা মূলক ভাবে অনেকটা বেশী বলে মনে করছে মন্দির কর্তপক্ষ ।
কড়া পুলিশি নিরাপত্তায় রবিবার দোহালিয়া কালী মন্দির চত্বর মুড়ে ফেলা হয়েছিল যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটন না ঘটে তার জন্য। পৌষ মাসে মন্দির সংলগ্ন এলাকায় ১ মাস ব্যাপী মেলার আয়োজন হয় সেখানেও পর্যটকদের ভিড় চোখে পড়ার মত।
দোহালিয়া মন্দির প্রাঙ্গণে শুধু মুর্শিদাবাদ জেলায় নয় আশপাশের বিভিন্ন জেলার বহু দর্শনার্থীর সমাগম হওয়ায় আশার আলো দেখছে এই মন্দিরকে কেন্দ্র করে যারা জীবিকা নির্বাহ করেনা তারা।