অমাবস্যার কোটাল , আবারও আতঙ্কের প্রহর গুনছেন সাগরবাসী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সাগর :: রবিবার ৪,আগস্ট :: একে ভয়াবহ নদী ভাঙনে রাতের ঘুম উড়েছে সাগরবাসীর । আবার তার দোসর হয়ে দাঁড়িয়েছে অমাবস্যার কোটাল।আমাবস্যার কোটালের জেরে বঙ্গোপসাগরে ব্যাপক জলস্ফীতি দেখা দিয়েছে । বেড়েছে জলের স্তর। অন্যদিকে দফায় দফায় বৃষ্টির জেরে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে গঙ্গাসাগরের অনেক এলাকায়।

বাসিন্দাদের ধারণা অমাবস্যার কোটালের জেরে নতুন করে আবারও ভাঙতে পারে গঙ্গাসাগর এলাকার নদী বাঁধ। ইতিমধ্যেই সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে ব্লক অফিসে খোলা হয়েছে কন্ট্রোল রুম । যেখান থেকে সমস্ত বিষয় এর ওপর নজর রাখছে ব্লক উন্নয়ন অফিসের স্পেশাল একটি টিম। প্রস্তুত রাখা হয়েছে ব্লকের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।

অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগরের কপিলমুনির মন্দির সংলগ্ন এলাকায় অস্থায়ী ব্যবসায়ীদের ও পুণ্যার্থীদের জন্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং প্রচার । পর্যটক বা পুণ্যার্থীদের গভীর সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ব্লক প্রশাসন।

গতবারের কোটালেই এক মাসের মধ্যে পরপর দুবার ভেঙে পড়েছিল গঙ্গাসাগরের কপিল মুনির মন্দির সংলগ্ন এক থেকে পাঁচ নম্বর রাস্তার বেশ কিছু অংশ।

অন্যদিকে আবারও রবিবার আমাবস্যার কোটাল। ইতিমধ্যেই স্থানীয় ব্যবসায়ীদের বেশ কিছুটা দূরে সরিয়ে আনা হয়েছে । তবে আতঙ্কে রয়েছেন এলাকার মানুষজন । আবারও নদীর জল বাড়লে ভাঙবে নদী বাঁধ। বানভাসি হবে সাগরের মানুষজন। তাদের দাবি পাকাপাকিভাবে তৈরি করা হোক নদী বাঁধ যাতে রক্ষা করা যায় গঙ্গাসাগরকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + fourteen =