নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তারাপীঠ :: সোমবার ২০,অক্টোবর :: শুরু হয়েছে দেবী আরাধনা, তান্ত্রিক সাধনা আর ভক্তির মহাযজ্ঞ। আজ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা —এই রাতেই মহামুহূর্ত, যখন দেবী কালীকে আহ্বান করা হয় শক্তিরূপে, মাতৃরূপে।
বীরভূমের সিদ্ধপীঠে এখন উপচে পড়া ভিড় —ভক্ত, সাধক, তান্ত্রিক—সবাই একত্রে মিলিত হয়েছেন মা-র পায়ে। ধূপের গন্ধে, ঢাকের তালে, আর মন্ত্রোচ্চারণে ভরে উঠেছে সমগ্র তারাপীঠ।
জেলা প্রশাসনের তরফে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা,আর ভোর পর্যন্ত চলবে দেবী পূজা, ভোগ, আর অন্নকূটের আয়োজন।
এই অমাবস্যা রাতে— তারাপীঠ জেগে আছে, মাতৃ আরাধনায় মগ্ন। শক্তির রাত্রি… ভক্তির রাত্রিদেবী কালী-র রাত্রি।