কুমার পঙ্কজ :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: রবিবার ৫,অক্টোবর :: উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা ও ভূমিধসের পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের তরফে একের পর এক বার্তা। সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্য চালানোর নির্দেশ দেন।
তার কিছু ঘণ্টা পরই দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও আশ্বাস দিলেন, “উত্তরবঙ্গের এই দুর্যোগে কেন্দ্র সরকারের পক্ষ থেকে সমস্ত রকম সাহায্য দেওয়া হবে।”
অমিত শাহ এক বিবৃতিতে বলেন, “উত্তরবঙ্গের এই বিপর্যয় আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। কেন্দ্রীয় সরকার রাজ্য প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোই এখন আমাদের প্রথম দায়িত্ব।”
সূত্রের খবর, ইতিমধ্যেই কেন্দ্রের তরফে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-এর অতিরিক্ত দল পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে সেনা ও আধাসামরিক বাহিনীও মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি রাজ্যের কাছ থেকে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে কেন্দ্র।
এদিকে, বন্যা ও ভূমিধসের জেরে উত্তরবঙ্গের একাধিক জেলা এখনও যোগাযোগ বিচ্ছিন্ন। নদী উপচে পড়ায় ঘরছাড়া বহু মানুষ। ত্রাণ শিবিরে ঠাঁই নিয়েছেন হাজারো দুর্গত। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রধানমন্ত্রী কার্যালয় ও স্বরাষ্ট্রমন্ত্রক উভয়ই।
অমিত শাহের বার্তা:
“এই কঠিন সময়ে উত্তরবঙ্গের মানুষ একা নয়, সমগ্র দেশ তাঁদের পাশে আছে।”