অমিত শাহ আজ শিলিগুড়িতে বললেন কেন্দ্রের পাঠানো দশ হাজার কোটি টাকা এই রাজ্যের সিন্ডিকেটের পেটে গিয়েছে ।

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ৩১,জানুয়ারি :: অমিত শাহ আজ শিলিগুড়িতে বললেন কেন্দ্রের পাঠানো টাকা এই রাজ্যের সিন্ডিকেটের পেটে গিয়েছে ।

কেন্দ্রীয় অনুদান নিয়ে তৃণমূলের ‘বঞ্চনা’র অভিযোগ খণ্ডন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কংগ্রেসের ইউপিএ সরকারকে তো মমতাদি সমর্থন দিয়েছিলেন, তখন ১০ বছরে বাংলা পেয়েছিল মাত্র ২ লক্ষ কোটি টাকা। আর মোদিজি গত কয়েক বছরে পাঠিয়েছেন ১০ লক্ষ কোটিরও বেশি।”

এরপরই জনতার উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, “আপনাদের কাছে কি সেই টাকা পৌঁছেছে? পৌঁছয়নি। এই ১০ লক্ষ কোটি টাকা তৃণমূলের সিন্ডিকেটের পেটে গিয়েছে।” শাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, বিজেপি ক্ষমতায় এলে প্রতিটি সিন্ডিকেট সদস্যকে জেলে পোরা হবে।

তিনি জানান, ২০১১ থেকে ২০২৫ সালের মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় ৬৯০০টি ছোট-বড় শিল্প সংস্থা বন্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে ১১০টি নামী সংস্থা শেয়ার বাজারে তালিকাভুক্ত ছিল।

অমিত শাহ বলেন এসব অন্ধকারের কথা বিজেপিকে একটা সুযোগ দিন, আমরা সোনার বাংলা গড়ে দেখাব।” শনিবার শিলিগুড়ির কর্মী সম্মেলন থেকে এভাবেই ২০২৬-এর বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা ।

রবীন্দ্রনাথ, বিবেকানন্দ ও বঙ্কিমচন্দ্রের স্বপ্নের বাংলা গড়ার অঙ্গীকার করে তিনি দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে অনুপ্রবেশ বন্ধ হবে এবং শিল্পায়নের মাধ্যমে যুবকদের ভিনরাজ্যে যাওয়া আটকানো হবে।

শাহের দাবি, এককালে জিডিপি-তে প্রথম সারিতে থাকা পশ্চিমবঙ্গ এখন তলানিতে গিয়ে ঠেকেছে। তাঁর তোপ, “বামেরা যা ক্ষতি করেছিল, তৃণমূল এসে বাংলাকে আরও অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + seven =