নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: রবিবার ৩১,আগস্ট :: সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। সেই তালিকায় দেখা যাচ্ছে একের পর এক শাসক দলের নেতাদের আত্মীয় পরিজনদের নাম।
শিক্ষাক্ষেত্রে দুর্নীতির মধ্যেই অযোগ্যদের তালিকায় নাম এসেছে বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের। তালিকায় থাকা শম্পা নৈহাটি মহেন্দ্র স্কুলের শিক্ষক ছিলেন। অযোগ্যদের সেই তালিকাতেই নাম রয়েছে বিধায়কের পুত্রবধূর।
গোটা বিষয় নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে এসএসসি অযোগ্যতা তালিকা প্রকাশ করেছে। সেইখানে শাসক দলের নেতাদের দুর্নীতির ছবি পরিস্কার। নির্মল ঘোষ কে পানিহাটির লোক ভালো মতো চেনে। টাকা নিয়ে সবাই কে চাকরি দেওয়া হয়েছে।
এ বিষয়ে আমার মনে হয় সুপ্রিম কোর্টের নির্দেশেই মুখ্যমন্ত্রীর নামে এফআইআর করা উচিত।। শুধু এই কজনই অযোগ্য বলে মনে হয় না আমি শুনেছি ছয় হাজার অযোগ্য চাকরিপ্রার্থী রয়েছে। শিক্ষা দুর্নীতিতে মুখ্যমন্ত্রীর জেলে যাওয়া উচিত। বর্তমানে সমস্ত দপ্তরেই আইপ্যাক এর লোককে বসিয়ে প্রশাসনিক পদ নিয়ন্ত্রণ করা হচ্ছে।