অযোগ্য শিক্ষকদের তালিকায় তৃণমূলের কাউন্সিলর

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: রবিবার ৩১,আগস্ট :: দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে শনিবার এসএসসি দুর্নীতি মামলা অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। নবম-দশম, একাদশ-দ্বাদশ মিলিয়ে মোট ১৮০৪ জন ‘দাগি’ প্রার্থীদের নাম রয়েছে প্রকাশিত তালিকায়।

গতকাল বহু টালবাহানার পর অবশেষে এই তালিকা প্রকাশ করা হয়। ইতিমধ্যে সেই তালিকা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আপলোডও করা হয়েছে। তালিকায় নাম রয়েছে শাসকদল ঘনিষ্ঠ বহু প্রার্থীর নাম। তাদের মধ্যেই অন্যতম দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুরের ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ ।তিনি রাজপুরের এক স্কুলে শিক্ষকতা করতেন বলে জানা গিয়েছে। এ বিষয়ে কুহেলি  ঘোষ জানান, নাম রয়েছে সেটা আমি দেখেছি। ২০২২ সালের ডিসেম্বরের যে তালিকা প্রকাশ করা হয়েছিল তাতেও আমার নাম ছিল। চাকরিটা আমি নিজের যোগ্যতায় পেয়েছি।

আমি এর আগে সিবিআই-কে চ্যালেঞ্জও করেছিলাম । তারপর তারা আর কখনও ডাকেনি। এ বার নাম কেন আছে, তা আমার কাছেও পরিষ্কার নয়।’

এসএসসি থেকে প্রকাশিত অযোগ্য শিক্ষক- শিক্ষিকাদের তালিকায় ৬৪৭ নম্বরে নাম রয়েছে এই তৃণমূল কাউন্সিলর তথা স্থানীয় চৌহাটি হাই স্কুলের ইতিহাসের শিক্ষিকা কুহেলি ঘোষের।

এসএসসির তালিকা নিয়েও নতুন করে মামলা করবে বলে জানান তিনি । এই ঘটনা সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =