অযোধ্যায় গড়ে উঠছে ব্ল্যাক ক্যাট কমান্ডোদের নতুন ঘাঁটি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: মঙ্গলবার ১৪,অক্টোবর :: অযোধ্যায় এবার স্থাপিত হতে চলেছে দেশের বিশেষ সন্ত্রাস দমন বাহিনী ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG)-এর নতুন ঘাঁটি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবুজ সংকেত পাওয়ার পর এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

উত্তর ভারতের কৌশলগত নিরাপত্তা জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। অযোধ্যা বর্তমানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটন কেন্দ্র। প্রতিদিন হাজার হাজার ভক্ত ওপর্যটকের আগমন ঘটছে এখানে, বিশেষ করে রাম মন্দির উদ্বোধনের পর থেকে।

সেই পরিস্থিতিতে সম্ভাব্য সন্ত্রাসী হুমকি বা নিরাপত্তা বিঘ্ন রুখতে ব্ল্যাক ক্যাট কমান্ডোদের স্থায়ী ঘাঁটি স্থাপনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসন। প্রাথমিকভাবে প্রায় ২০০ জন উচ্চ প্রশিক্ষিত কমান্ডো এই ঘাঁটিতে মোতায়েন করা হবে।

তাদের দায়িত্ব থাকবে রাম মন্দির, আশেপাশের এলাকা, পর্যটন পরিধি এবং গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলির নিরাপত্তা নিশ্চিত করা। প্রয়োজনে উত্তর প্রদেশ ও পার্শ্ববর্তী রাজ্যগুলিতেও দ্রুত মোতায়েন করা যাবে এই ইউনিটকে।

একজন জ্যেষ্ঠ সরকারি আধিকারিক জানিয়েছেন, “অযোধ্যা আজ কোটি মানুষের ধর্মীয় বিশ্বাসের প্রতীক। এখানে নিরাপত্তা ব্যবস্থায় কোনো ফাঁক রাখা হবে না। ব্ল্যাক ক্যাট কমান্ডোদের উপস্থিতিতে নিরাপত্তা আরও সুসংহত হবে।”

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই নতুন ঘাঁটি গড়ে ওঠার মাধ্যমে উত্তর ভারতের সামগ্রিক সন্ত্রাসবিরোধী কাঠামো আরও শক্তিশালী হবে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই জমি চিহ্নিতকরণের কাজ শুরু করেছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই অবকাঠামো নির্মাণের কাজ শুরু হবে।

বর্তমানে দেশে হরিয়ানার মাণেসর, মুম্বই, হায়দরাবাদ, কলকাতা, চেন্নাই ও গন্ধীনগরে NSG ঘাঁটি রয়েছে। অযোধ্যার ঘাঁটি হবে দেশের সপ্তম ব্ল্যাক ক্যাট কমান্ডো কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =