অরণ্য সপ্তাহ পালনে সুন্দরবনের ক্ষুদেরা

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সাগর :: ১৪  জুলাই থেকে ২০  জুলাই পর্যন্ত অরণ্য সপ্তাহ পালন । গাছ লাগান প্রাণ বাঁচান।বনমহোৎসব ও অরণ্য সপ্তাহ পালন শুরু হলো সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপ সাগর ব্লকের  চৌরঙ্গী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে।

গাছ লাগানো,গাছের চারা বিতরণ,গাছের উপকারিতা,গাছের পরির্চযা,পথযাত্রা,সাং স্কৃতিক অনুষ্ঠান ,অভিভাবকদের নিয়ে সেমিনার ওআলোচনা সভা চলবে একসপ্তাহ ধরে।

বিভিন্ন দিনে বিভিন্ন রকম প্রোগ্রাম রয়েছে সেইসঙ্গে শিশু দের জন্য বসে আঁকো ও স্বরচিত কবিতা পাঠ । শিশুরাই জাতির ভবিষ্যৎ আর শিক্ষকরা হলো সমাজ গড়ার কারিগর ।তাই শিশুদের দিয়ে গাছ লাগিয়ে আজ ১৪ই জুলাই,২০২২ বৃহস্পতিবার শুভসূচনা করা হলো অরন্য সপ্তাহে র তথা বৃক্ষরোপন ও বন মহৎসবের।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক তাপস মণ্ডল বলেনঅরণ্য সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হলো পরিবেশ সংরক্ষণ এবং পরিবেশ সংরক্ষণের বিষয়ে মানুষকে সচেতন করে তোলা।

অরণ্য সপ্তাহে প্রধানত বৃক্ষরোপণ এবং অরণ্য সংরক্ষণমূলক বিভিন্ন কার্যাবলী করা হয়ে থাকে।
• এই সকল কার্যাবলীর মাধ্যমে আমাদের পৃথিবীর পরিবেশকে সুন্দর করে তোলাই অরণ্য সপ্তাহের প্রধান উদ্দেশ্য।

এবারের আমাদের থিম গাছ লাগাও,পরিবেশ বাঁচাও।একটি গাছ, অনেক প্রাণ । একটি করে গাছ লাগাই,স্বাস্হ্য ও পরিবেশ বাঁচাই।
আলোচনার বিষয় রয়েছে :উষ্ণায়ণ প্রতিরোধে,আর্থিক মান্নোনয়নে অরণ্য এবং প্লাস্টিক দূষণের সমাপ্তি করণ। সেইসঙ্গে পরিবেশে জীববৈচিত্র্যে অরণ্য ও প্লাস্টিকের প্রভাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 2 =