নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ব্যারাকপুর :: রবিবার ২৮,এপ্রিল :: রাজ্যে তৃণমূলের শাসন। অথচ তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক প্রচারে বেরিয়ে ব্যারাকপুর থেকে গুন্ডারাজ খতমের দাবি করছেন। এপ্রসঙ্গে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের কটাক্ষ, তৃণমূলের শাসনে যদি ব্যারাকপুরে গুন্ডারাজ থাকে। তাহলে তো মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা উচিত।
নতুবা এই ধরনের বয়ান দেওয়ার জন্য পার্থ ভৌমিককে দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত। তিনি আরও দাবি করলেন, বিজেপিতে একটা গুন্ডা আছে ওরা নাম বলে দিক। কিন্তু ওদের একশো গুন্ডার নাম বলে দেব।
গঙ্গার ঘাটগুলো সংস্কার নিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রের গঙ্গার ঘাটগুলো সংস্কার করার জন্য কেন্দ্রীয় সরকার ১১৬ কোটি টাকা বরাদ্দ করেছে। অথচ সেই টাকা এখনও পর্যন্ত রাজ্য সরকার কাজে লাগায়নি। সন্দেশখালির অস্ত্র ভান্ডার থেকে পুলিশের সার্ভিস রিভালবার উদ্ধার নিয়ে তাঁর প্রতিক্রিয়া, ওই সার্ভিস রিভালবারের নাম্বার দেখে তদন্ত করা উচিত।