নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: শুক্রবার ২২,আগস্ট :: ‘অর্পিতা চির বিদায়’, লাল কালি দিয়ে ডায়রিতে লিখেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার নৃসিংহপুর বাবলাবন এলাকায়। মৃত যুবকের নাম বাপন বিশ্বাস, বয়স ৩০ বছর।
ওই যুবক বর্তমানে ধান সেদ্ধ এবং শুকনো করার কাজ করতো। বৃহস্পতিবার ভোররাতে হঠাৎ পরিবারের লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করে। এরপরই এলাকাবাসী ছুটে এসে দেখে ঘরের ভেতরেই ঝুলন্ত অবস্থায় রয়েছে ওই যুবক।তড়িঘড়ি উদ্ধার করে তাকে প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ।
পুলিশ হাসপাতাল থেকে ওই যুবকের মৃতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নদিয়ার রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায়।
পরিবারের তরফে জানানো হয় ওই যুবক মৃত্যুর আগে একটি ডাইরিতে লাল কালি দিয়ে ৩ পৃষ্ঠায় নিজের গোপন কথা জানিয়ে গেছে। যেখানে লেখা রয়েছে অর্পিতা নামে একটি মেয়ের নাম। সেই লেখা দেখেই পরিবারের সন্দেহ হয় অর্পিতার সঙ্গে ওই যুবকের প্রেমের সম্পর্ক ছিল।
সেই সম্পর্কে কোন ঝামেলা হওয়ার কারণেই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে ওই যুবক। তবে তিন পাতার লেখা ওই ডাইরিটি পুলিশের হাতে ইতিমধ্যে তুলে দিয়েছে পরিবার।
ওই ডাইরি দেখে এবং পরিবারের সঙ্গে কথা বলে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, প্রেমঘটিত কারণে আত্মহত্যা হতে পারে। সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।