সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: সোমবার ২৯,জানুয়ারি :: অলি পোপ ,টম হার্টলির শক্ত প্রতিরোধের সামনে নতি স্বীকার করতে হল। জেতা ম্যাচ হেরে বসল ভারত । দ্বিতীয় ইনিংসে ২৩০ রান করতে হবে এই পরিস্থিতিতে ব্যাট করতে নেমে মাত্র ২০২ রানে অলআউট হয়ে গেল ভারত। অনেকেই ভেবেছিলেন এই রান অনায়াসে করে ফেলবে কিন্তু ইংরেজ বোলার টম হার্টলি একাই ভারতের বিরুদ্ধে কুম্ভ হয়ে দাঁড়ালেন। ভেঙে ফেললেন ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ ।
মোট সাতটি উইকেট নেন তিনি। সর্বোচ্চ স্কোর রোহিত শর্মার ৩৯ রান করে আউট হবে। খেলার প্রথম দিকে মনে হচ্ছিল ভারত এই ম্যাচ অনায়াসে জিতে যাবে। তবে দ্বিতীয় ইনিংসে অসাধারণ ব্যাটিং করে ইংরেজরা সৌজন্যে অলি পোপ। ইংরেজরা দ্বিতীয় ইনিংসে ৪২০ রান খাড়া করে অলি পোপের ১৯৬ রানের ইনিংসের উপর ভর করে। জেতার জন্য দরকার ছিল ২৩০ রান, এই রান রোহিত ব্রিগেডের কাছে কিছুই না। তবে একাই সাতটি উইকেট নিয়ে পাশা পাল্টে ফেলেন টম হার্টলি।