অষ্টমীর রাত কিন্তু চন্দননগরের দর্শনার্থীর জনসমুদ্রের রূপ ধারণ করে ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: রবিবার ১০,নভেম্বর :: অষ্টমীর রাতে চন্দননগর জগদ্ধাত্রী পুজো দেখতে রাত যত গড়াচ্ছে তত মানুষের ভিড় উপচে পড়ে চন্দননগর স্টেশনে। চন্দননগর স্টেশন থেকে বহু মানুষ প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ।

অর্থাৎ এক কথায় বলায় যেতে পারে যে অষ্টমীর রাত কিন্তু চন্দননগরের দর্শনার্থীর জনসমুদ্রের রূপ ধারণ করে । চন্দননগর থেকে ভদ্রেশ্বর সমস্ত স্টেশনেই পুলিশ প্রশাসনের নজরদারি ছিল চোখে পড়ার মতন । যদি কোন ব্যক্তি ট্রেন থেকে নামতে অসুবিধা হয় তাদেরকেও সাহায্য করছে পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − nine =