নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ৬,ডিসেম্বর :: মালদার রতুয়া থানা এলাকার অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রের বিহারে কুয়ো থেকে নিথর দেহ উদ্ধারের ঘটনায় খুনের অভিযোগ। আর এই অভিযোগের তদন্তে নেমে মৃত ছাত্রের তিন বন্ধুকে আটক করল রতুয়া থানার মহানন্দাটোলা ফাঁড়ির পুলিশ।
আটক তিন ছাত্রকে মহানন্দাটোলা পুলিশ ফাঁড়ি থেকে বিহারে নিয়ে গেল বিহারের আমদাবাদ থানার পুলিশ। বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়াল মহানন্দাটোলার জগবন্ধুটোলা এলাকায়।
জানা গেছে, গত সোমবার মালদার রতুয়া থানার মহানন্দাটোলার জগবন্ধুটোলার গ্রামের ১৫ বছরের অষ্টম শ্রেণির স্কুল ছাত্র অঙ্কুশ সরকার বাড়ি থেকে বেরিয়ে এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। তারপর থেকে তার আর কোন খোঁজ মিলছিল না।
পরদিন অর্থাৎ মঙ্গলবার বিহারের কাটিহার জেলার আমদাবাদ থানার বিনোদটোলা গ্রামে এক কুয়ো থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধারের পর মৃতের পরিবারবর্গ অভিযোগ করেন, অঙ্কুশ তার তিন বন্ধু কৈলাশ মন্ডল, ভরত মন্ডল এবং হেমন্ত মন্ডলের সঙ্গে বিহারে গিয়েছিল।
বিহার থেকেই সে নিখোঁজ হয়েছিল। তাই তাদের দাবী তারাই অঙ্কুশকে খুন করে দেহ কুয়োয় ফেলেছে। এই অভিযোগ পেয়ে রতুয়ার মহানন্দাটোলা, ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তে নেমে এদিন মৃত ছাত্রের তিন বন্ধুকে আটক করে।
পরে আটক তিনজনকে আমদাবাদ থানার পুলিশ বিহারে নিয়ে যায় বলে খবর। ঘটনায় ধৃতদের কঠোর শাস্তি দাবী করেন মৃত ছাত্রের পরিবারবর্গ সহ গ্রামবাসীরা।
