নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সালার :: বৃহস্পতিবার ৩০,জানুয়ারি :: ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত খাঁড়েরা গ্রামের বাসিন্দা নান্টু সেখের ছেলে ইব্রাহিম সেখ খাঁড়েরা এ এন এইচ এম উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্র। সে নিজেদের ধানের ক্ষেত থেকে পর পর দুই দিন উদ্ধার করে দুটি কচ্ছপ। যেটা গ্রাম বাংলার থেকে বিলুপ্তপ্রায় একটি সরীসৃপের মধ্যে ।
আর সে এই কচ্ছপ দুটোকে উদ্ধার করে প্রথমে তাদের স্কুলের শিক্ষক শাহাবুদ্দিন সিদ্দিকী ওরফে সেন্টু মাষ্টার মহাশয়ের সাথে যোগাযোগ করে। তাদের শিক্ষক মহাশয় শিমুলিয়া জুনিয়র হাই স্কুলের শিক্ষক স্বরপ ঘোষ মহাশয় এর মাধ্যমে খবর পৌছায় যে খাঁড়েরা গ্রামে একটি বাড়ি থেকে কচ্ছপ উদ্ধার হয়েছে।
স্বরপ ঘোষ মহাশয় তারপরে তিনি পশ্চিমবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের সাথে যোগাযোগ করেন তৎক্ষণাৎ পশ্চিমবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের সক্রিয় সদস্য সুদিন চ্যাটার্জী পরপর দুদিন গিয়ে সেই কচ্ছপ দুটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়। তারপরে সেই কচ্ছপ গুলো কে সোনারুন্দী রাজবাড়ী পুকুরে ছেড়ে দেওয়া হয়। অষ্টম শ্রেণীর ছাত্র এমন একটি উদ্যোগে গর্বিত গোটা গ্রাম।