অসময়ে বৃষ্টিপাত : কাটা ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষক।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ৯,ডিসেম্বর :: পশ্চিমী ঝঞ্ঝা-নিম্নচাপের কড়া হুশিয়ারি। নিম্নচাপের জেরে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে প্রায় দিনই পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। শীত পড়তে না পড়তে আরও একবার দক্ষিণে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

বাদ যায়নি, পূর্ব বর্ধমান জেলাও। বৃষ্টির কথা শুনে মাথায় হাত পড়েছে চাষীদের। পূর্ব বর্ধমান জেলাকে শস্যের ভান্ডার বলা হয় এখানকার মানুষের অধিকাংশ জীবিকাই চাষবাস। এখনো অনেক চাষী ধান মাঠ থেকে ঘরে আনতে পারেননি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ এবং কাল পূর্ব বর্ধমানের বিচ্ছিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তাই কৃষকদের মাথায় হাত, কারণ এই সময় যদি বৃষ্টি পাত হয় তাহলে ধান নিয়ে আর বাড়ি ফিরতে পারবেন না চাষিরা। তাই একপ্রকার মাথায় হাত পড়েছে। যদিও সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তে হালকা বৃষ্টিপাত হয়েছে সকাল থেকে মেঘলা ওয়েদার মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে।

কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণ যদি বাড়তে থাকে তাহলে ধান বাড়ি নিতে পারবেন না কৃষকরা,নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ধান। তাই চাষিরা কেউ পলিথিন দিয়ে বা কেউ খড় ঢেকে দিয়ে তাদের ফসল বাঁচানোর চেষ্টা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 3 =