নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শুক্রবার ৯,ফেব্রুয়ারি :: অসমে পাচারের পথে কন্টেনার বোঝাই ২৫ টি মহিষ উদ্ধার করল বক্সিরহাট থানার পুলিশ অবৈধভাবে মহিষ পাচারের অভিযোগ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। রাতে তুফানগঞ্জ দু’নম্বর ব্লকের জোড়াই মো ড় নাকা পয়েন্ট এলাকার ঘটনা। অসম-বাংলা সীমান্ত এলাকায় নাকা চেকিং চলার সময় একটি কন্টেনার আটক করে পুলিশ।
কন্টেনারে তল্লাশি চালাতে ভিতর থেকে ২৫ টি মহিষ উদ্ধার করা হয়।মহিষকুলের বৈধ কোন নথি দেখাতে না পারায় জুনায়েদ ও মোহাম্মদ রশিদ নামে দুইজনকে গ্রেফতার করে বক্সিরহাট থানার পুলিশ। বিহার থেকে অসমে পাচারের উদ্দেশ্যে মহিষগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তের পর পুলিশ সূত্রে জানানো হয়েছে।