সংবাদপ্রবাহ টিভি ডেস্ক :: ১১ই, জানুয়ারি :: পুনে :: নিজের প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রতি সবসময়ই দয়ালু মনোভাব রাখেন রতন টাটা। ৮৩ বছর বয়সী এ শিল্পপতি মঙ্গলবার (০৫ জানুয়ারি) যা করলেন, তা উদাহরণ হয়ে থাকবে অন্য শিল্পপতিদের জন্য। নিজের প্রতিষ্ঠানের প্রাক্তন এক কর্মীর অসুস্থতার খবরে তার বাড়িতে চলে যান রতন টাটা।
প্রায় দু’বছর ধরে অসুস্থ ওই কর্মী। সারা দিন বাড়িতেই পড়তে থাকতে হয় তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে তার কথা জানতে পারেন শিল্পপতি রতন টাটা।বর্তমানে পুণেতে বসবাস করেন ওই কর্মচারী। মঙ্গলবার সকালে মুম্বাই থেকে পুণে চলেন যান রতন টাটা। তারপর কাউকে কিছু না জানিয়ে হাজির হন সেই কর্মচারীর বাড়ির গেটের সামনে।
এ বিষয়ে কাউকে কিছু জানাননি রতন টাটা। তিনি অবশ্য কখনই ঢাকঢোল পেটানোয় বিশ্বাসী নন। নিজের কাজ, দায়িত্ব সামলান নিঃশব্দে। এবারও তাই করেছেন।সংবাদমাধ্যম জানিয়েছে, সকালে বাড়ির বাইরে হাত জোড় করে দাঁড়িয়ে থাকা রতন টাটাকে দেখে থ হয়ে যান ওই কর্মী। তিনি তখন কি করবেন, কি বলবেন বুঝতেই পারেননি। কারণ তিনি ভাবতেই পারেননি, তাকে দেখতে রতন টাটা নিজেই বাড়িতে চলে আসবেন।