নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ২১,মার্চ :: অসুস্থ গৃহবধূকে সুস্থ করতে ডাকা হয় সাধু বাবাকে । কিন্তু সেখানেই ঘটল অঘটন । গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠল ওই সাধুবাবার বিরুদ্ধে । ইতিমধ্যে ওই সাধু বাবাকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ।
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত শুশুনিয়া পঞ্চায়েতের পানবড়েয়া গ্রামে। ওই গ্রামের বাসীন্দা প্রদীপ ঘোষের বাড়ি বেশ কিছু বছর ধরে যাওয়ার আশা ছিল অভিযুক্ত ওই সাধু বাবার নাম গোপাল চ্যাটার্জি বয়স ৫৫ বছর।
অভিযোগ এদিন দুপুরে মদ্যপ অবস্থায় ওই বাড়ির এক গৃহবধূর শরীর খারাপের সুযোগ নিয়ে, ঠিক করার নামে অশালীন আচরণ করে গৃহবধূর সঙ্গে। এই ঘটনা হাতেনাতে ধরে ফেলে গৃহবধূর স্বামী।
বিষয়টি জানানো হয় মন্তেশ্বর থানায়, ইতিমধ্যেই গোপাল চ্যাটার্জিকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানা পুলিশ। জানা যাচ্ছে ওই সাধু বাবা গোপাল চ্যাটার্জীর বাড়ি বাঁকুড়ার পাত্রসায়ের এলাকার পারুলিয়া গ্রামে।