নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: সোমবার ১০,ফেব্রুয়ারি :: সপ্তজিৎ মন্ডল নামে ধান্যকুড়িয়া হাই স্কুলের ছাত্র । গোরাই তলা হাই স্কুলে তার পরীক্ষার সিট পড়েছে । কিন্তু আজ ভোর থেকে সে অসুস্থ হয়ে পড়ে , মাথা যন্ত্রণা ও বমি শুরু হয় , তড়িঘড়ি তাকে ধান্যকুড়িয়া হাসপাতালে ভর্তি করে তার পরিবার ।
তার স্কুলেও খবর দেওয়া হয় । কয়েক ঘণ্টার মধ্যেই হাসপাতালের মধ্যেই তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে মধ্যশিক্ষা পর্ষদ । হাসপাতালের বেডে বসেই সে পরীক্ষা দিচ্ছে । উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষর নির্দেশে সমস্ত ব্যবস্থা করেন ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি সুখেন্দু ঘোষ বিলু, বসিরহাট দু’নম্বর ব্লকের কর্মাধ্যক্ষ কাজী মাহমুদ হাসান।