নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ১৪,ডিসেম্বর :: অবশেষে হাসপাতাল থেকে ছুটি পেলেন গায়ক নচিকেতা চক্রবর্তী। চিকিৎসকেরা জানিয়েছেন, হৃদযন্ত্রে স্টেন্ট বসানোর পর তিনি এখন স্থিতিশীল এবং সুস্থতার পথে দ্রুত এগোচ্ছেন।
আপাতত কয়েকদিন সম্পূর্ণ বিশ্রাম, নিয়মিত খাওয়াদাওয়া ও চিকিৎসকের পরামর্শ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতাল থেকে বের হওয়ার আগে চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়ে হাসিমুখে ক্যামেরার সামনে পোজও দেন নচিকেতা।
গত সপ্তাহে আচমকাই বুকে ব্যথা অনুভব করায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। পরীক্ষায় হার্টে ব্লকেজ ধরা পড়তেই চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। সেইমতো তাঁর হৃদযন্ত্রে স্টেন্ট বসানো হয়।
খবর জানার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতাল গিয়ে তাঁর খোঁজ নেন। নচিকেতার পরিবারের পক্ষ থেকেও জানানো হয়, গায়ক চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন।
গায়কের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন ছিলেন ভক্তরা। তবে চিকিৎসকদের আশ্বাস—নচিকেতাকে নিয়ে আতঙ্কের কিছু নেই। নিয়ম মেনে বিশ্রাম নিলে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরবেন তিনি। এমনকি সবকিছু ঠিক মতো চললে আগামী সপ্তাহ থেকেই আবার মঞ্চে ফেরা সম্ভব বলে মনে করছেন চিকিৎসকেরা।

