নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ৭,এপ্রিল :: রাম নবমীতে বর্ধমানে ২৪টি ৱ্যালি, অস্ত্র হাতে মিছিল ঘিরে উত্তেজনা, অস্ত্র হাতে রামনবমী উপলক্ষে রবিবার বর্ধমান শহরে একাধিক জায়গা থেকে রামের ভক্তরা ৱ্যালি বের করেন।
রবিবার বিভিন্ন রাম কমিটির পক্ষ থেকে ৱ্যালি আয়োজন করা হয়। সোমবার বিজেপি কর্মী-সমর্থকরা ছাড়াও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও পৃথক পৃথক ৱ্যালি বের হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মোট ২৪টি ৱ্যালির জন্য পারমিশন দেওয়া হয়েছিল। এসব ৱ্যালি মূলত শহরের কার্জন গেট চত্বরে এসে মিলিত হয়। তবে পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও কিছু ৱ্যালিতে রাম ভক্তদের হাতে ধারালো অস্ত্র দেখা যায়।
অস্ত্র কাড়তে গেলে পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। সহকারী পুলিশ সুপার অর্ক ব্যানার্জি নিজে উপস্থিত থেকে অস্ত্র উদ্ধার করার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কড়াভাবে পদক্ষেপ নিতে হয়।