নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শনিবার ০৭ ,অক্টোবর :: প্রকৃতি যেন রুষ্ট। জলস্তর বাড়ছে আসানসোলের দামোদর নদীতে।অস্থায়ী কাঠের সেতু জলের তলায় বিলীন ।পশ্চিম বর্ধমান আর বাঁকুড়ার জলপথে যোগাযোগ বিচ্ছিন্ন।ভরসা ছিল একমাত্র নৌক। তাতেও এক একটি নৌকাতে ৭০ থেকে ১০০ জন যাতায়াত করছে পেটের টানে।
যে কোনো মুহূর্তে দুর্ঘটনার ভয় গ্রাস করছে। নৌকা চালক থেকে শুরু করে যাত্রীদের কথায়” বাড়ির লোকদের বলে আসি ফেরার আশা কোরো না “। প্রসঙ্গত কাজের চাপে পেটের টানে পশ্চিম বর্ধমান আর বাঁকুড়ার প্রায় হাজার পাঁচেক মানুষের যাতায়াত।এই মুহূর্তে ভরসা শুধুই নৌকা।
অন্য পথ দিয়ে যেতে হলে প্রায় ৬০ কিলোমিটার ঘুরে আসতে হয়।দীর্ঘ দিনের দাবি থাকা সত্তেও হল না একটা সেতু।আর প্রবল বৃষ্টির কারণে জলস্তরের বৃদ্ধি যেন বাদ সেধেছে গরিব খেটে খাওয়া মানুষের জীবনে।প্রকৃতির মনোভাব যাই হোক না কেন।পেট তো বাধা মানবে না।সামনে দূর্গাপুজো আর তাই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত মানুষের।শুধু একটাই আশা কবে মুক্তি দেয় প্রকৃতি বন্ধ হয় এই বৃষ্টি।