নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: ১৯ শে মার্চ :: গতকাল কলকাতার ডিএ ধর্না মঞ্চে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ধাক্কা মারার ঘটনায় আজ রবিবার দুপুরে হাওড়ার বাঁকড়ায় এক প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল আইএসএফ। বাঁকড়ায় সলপ মোড় থেকে দোতলা পর্যন্ত ওই মিছিল করার কথা ছিল।
কিন্তু মিছিল শুরুর আগেই আইএসএফের কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকড়ার কবর পাড়ার কাছে। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যদিও আইনশৃঙ্খলার অবনতির কথা ভেবে পুলিশের অনুরোধে আইএসএফ মিছিল বন্ধ করে সেখানে সভার আয়োজন করেছেন বলে জানা গেছে।
শান্তি বজায় রাখার জন্যই আইএসএফের তরফ থেকে এদিন মিছিল বন্ধ করা হয়েছে বলে তাদের দাবি। আইএসএফের কর্মীদের অভিযোগ, এদিন বাইকে করে এসে দুষ্কৃতিরা শাসিয়ে যায়। তাদের কর্মীদের উপর হামলা চালায়। এই নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনাস্থলে রয়েছে ডোমজুড় থানার বিশাল পুলিশ বাহিনী।