আইএসএফ ও তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত ভাঙড় , আহত উভয় পক্ষের বেশ কয়েকজন

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: বুধবার ৮,মে ::  লোকসভা নির্বাচনের আগেই আবারও উত্তপ্ত হয়ে উঠলো ভাঙ্গড়। আই এস এফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত এলাকা। উভয় পক্ষের সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় হাতিশালা এলাকায়।প্রসঙ্গত, বিধানসভা ভোট হোক কী পঞ্চায়েত, সাম্প্রতিক কালে নির্বাচন এলেই লাগাতার উত্তেজনার ছবি দেখতে পাওয়া গিয়েছে ভাঙড়ে।
শেষ পঞ্চায়েত নির্বাচনেও ব্যাপক রক্তপাতের ছবি দেখতে পাওয়া যায়। মৃত্যুর খবরও আসে। এদিকে এবারের লোকসভা ভোটে একেবারে শেষ দফা অর্থাৎ ১ জুন ভোট রয়েছে এখানে। কিন্তু, ভোটের আবহে বিগত সপ্তাহ ধরেই ধীরে ধীরে তপ্ত হচ্ছিল ভাঙড়ের মাটি। চাপা উত্তেজনার খবরই প্রায়শই সামনে আসছিল। এবার ভোটের মুখে সংঘর্ষের খবর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়।
ঘটনা সূত্রে জানা যায় , তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যকে গালিগালাজ করার প্রতিবাদ করায় গন্ডগোলের সূত্রপাত। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ আই এস এফ এর বিরুদ্ধে। আই এস এফ এর পাল্টা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের বেশ কয়েকজন। ঘটনাস্থলে পোলেরহাট থানার পুলিশ।
অভিযোগ, তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যকে গালিগালাজ করছিল আইএসএফের লোকজন। তৃণমূল কর্মীরা তার প্রতিবাদ করাতেই ঝামেলার সূত্রপাত। প্রথমে বচসা। তারপর হাতাহাতি। তৃণমূলের দাবি তাঁদের কর্মীদের ব্যাপক মারধর করেছে আইএসএফের লোকজন। অন্যদিকে পাল্টা তৃণমূলের দিকেই আঙুল তুলছে আইএসএফ। সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের বেশ কয়েকজন। ঘটনাস্থলে পোলেরহাট থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + one =