সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: বৃহস্পতিবার ৮,ফেরুয়ারি :: পঞ্চায়েত নির্বাচনের অশান্তির ঘটনায় ভাঙড়ে দাপুটে তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করলো কাশিপুর থানার পুলিশ। মূলত আরাবুল ইসলামের বিরুদ্ধে পুলিশের যে অভিযোগ ,পঞ্চায়েত নির্বাচনে এলাকায় বোমাবাজি ও সন্ত্রাস সৃষ্টি করা।
প্রসঙ্গত, গত পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে আই এস এফ নেতা মইনুদ্দিন মোল্লা খুন হয়। খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিল আরাবুল ইসলাম। সেই খুনের মামলায় আরাবুল ইসলামকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করলো কাশীপুর থানার পুলিশ। আরাবুল ইসলাম কে গ্রেফতারের পর এলাকায় তৃণমূল কর্মী সমর্থকেরা ক্ষোভে ফেটে পড়েছে।
তৃণমূল কর্মী সমর্থকদের দাবি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। গত পঞ্চায়েত নির্বাচনে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। এলাকায় মুহুর্মুহু পড়তে থাকে বোম। দফায় দফায় রাজনৈতিক সংঘর্ষে জড়িয়ে পড়ে আইএসএফ ও তৃণমূল কর্মী সমর্থকেরা। গত পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফের বহু কর্মী সমর্থক মারা যায়।