নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: বৃহস্পতিবার ২৭,সেপ্টেম্বর :: আলিপুর সিবিআই কোর্টের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়কে বদলির নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার সকালেই তিনি এই প্রসঙ্গে বিচার বিভাগীয় সচিবকে হাজিরার নির্দেশ দিয়েছিলেন।
বিচারসচিব আদালতে জানান, আলিপুরের সিবিআই কোর্টের ওই বিচারকের বদলি সংক্রান্ত ফাইল রয়েছে আইনমন্ত্রীর কাছে আগস্ট মাস থেকে। আইনমন্ত্রীর পক্ষ থেকে সবুজ সংকেত না মিললে সম্ভব নয় বদলি। বদলিতে বিলম্ব কেন? এক মাসের বেশি সময় পরেও কেন মিলল না বদলির অনুমতি?
একগুচ্ছ প্রশ্নের উত্তর পেতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তলব করেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে। বুধবার বিকেল ৫টার মধ্যে মন্ত্রীর হাজিরার নির্দেশ দেন বিচারপতি।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই আদালতের বিচারকের নির্দেশ নিয়ে আগেই অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। অন্যদিকে তলবের পরেই নির্দিষ্ট সময়ের মধ্যেই আজ বুধবার কলকাতা হাইকোর্টে হাজিরা দেন আইনমন্ত্রী মলয় ঘটক । সন্ধ্যা ছটা নাগাদ বেরিয়েও যান তিনি।