আইন আইনের পথে চলবে, ধর্ষণ কাণ্ডে বিধায়ক লক্ষণ ঘোরুইয়ের ভাইপো গ্রেফতার প্রসঙ্গে বললেন শুভেন্দু.

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বুধবার ২৯,অক্টোবর :: দুর্গাপুরে স্বপ্ন উড়ানের ছ বছরের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মঞ্চে উঠতেই বিজেপির কর্মী সমর্থকরা তাঁর হাতে তরোয়াল ও ত্রিশূল তুলে দেয়।তারপরেই তিনি এসআইআর ইস্যু নিয়ে তৃণমূলকে আক্রমণ করে বলেন। সঠিকভাবে এসআইআর হলে অনেকেই প্রাক্তন হয়ে যাবে। তারপরেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, মা কালীকে উনি প্রিজন ভ্যানে তুলেছেন। আর ভাতা, ভিক্ষাতে তিনি চটকদারির রাজনীতি করেন।

কারণ উনি জানেন ওনার সাথে সলিড 35%ভোট রয়েছে। আরো ১০% ছুঁড়ে দেন। তারপর ছাপ্পা আছে। তবে নাবালিকাকে ধর্ষণ কাণ্ডে বিধায়ক লক্ষণ ঘোরুইয়ের ভাইপো সহদেব ঘোড়ুই গ্রেফতার প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন,”ভারতীয় জনতা পার্টি করলে নানান ভাবে ফাঁসানো হয়।লক্ষণ ঘোরুই একজন প্রতিষ্ঠিত বিজেপি নেতা।

ওনার পরিবারের কাউকে কালিমালিপ্ত করার চেষ্টা হলে পুরো বিজেপি পরিবার ওনার পাশে থাকবে। আইন আইনের পথে চলবে। ওনার পরিবার সঠিকভাবে আইনি লড়াই করে নিতে পারবেন এটা আমি বিশ্বাস করি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =