আইপিএলে দেখা যাবে পন্থকে, কতটা সফল হবেন ?

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: বুধবার ২০,মার্চ :: শুরু হচ্ছে আইপিএল। অনেকদিন বাদে পুনরায় মাঠে ফিরতে চলেছেন দিল্লি ক্যাপিটালসের নির্ভরযোগ্য ব্যাটার রিশভ পন্থ। অধীর আগ্রহে দিল্লি ক্যাপিটালসের অনুগামীরা পন্থ এর ব্যাটিং চাক্ষুষ করবার অপেক্ষায় রয়েছেন। দিল্লি ক্যাপিটালস কে বহুবার ম্যাচ জিতিয়েছেন ।

এবারও আইপিএলের ২২ গজের পন্থ এর দুর্দান্ত ব্যাটিং দেখা যাবে , আশাবাদী অনেকেই। রিশভ পন্থও নিজের ব্যাটিং নিয়ে আশাবাদী। কিছুটা চিন্তায় রয়েছেন ,এই বিষয়ে জানিয়েছেন কারণ দীর্ঘদিন ধরে মাঠে নেই। উল্লেখ্য ২০২২ সালের ডিসেম্বর মাসে গুরুতর সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন । তারপর অনেকটা সময় ক্রিকেট থেকে সরেছিলেন।

তিনি নিজেই বলেছেন আবার যেন ক্রিকেটে তার আবার অভিষেক হতে চলেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে ফিট সার্টিফিকেট দিয়েছে। তবে দীর্ঘদিন মাঠে নেই ,কতটা সফল হবেন এবার আইপিএলে? এই বিষয়ে অনেকেই চিন্তিত। প্রথম থেকেই কি তিনি ফর্মে থাকবেন উঠেছে প্রশ্ন?

উক্ত বিষয়ে জানিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। তিনি জানান শুরুর দিকে আইপিএলের চেনা ছন্দে নাও থাকতে পারেন। রিশভ পন্থ কতটা সফল হবে সেটা কিন্তু সময়ই বলবে। তিনি দিল্লির নির্ভরযোগ্য ক্রিকেটার সাথে ভারতীয় দলেরও এক নির্ভরযোগ্য ক্রিকেটার।

দুর্ভাগ্যজনক ভাবে ২০২২ এর শেষের দিকে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। ক্রিকেটের মাঠ থেকে বিচ্ছেদ হয়। তবে মনের জোরকে অবলম্বন করে আবারো তিনি মাঠে ফিরতে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 2 =