নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: রবিবার ৩০,মার্চ :: আইপিএল খেলায় অনলাইনে বেটিং চালানোর অভিযোগে এক বুকিকে গ্রেফতার করলো তাহেরপুর থানার পুলিশ। সূত্রের খবর, শুক্রবার রাতে তাহেরপুর পুলিশ গোপন সূত্রে খবর পায় বাদকুল্লা এলাকায় বেআইনি ভাবে আইপিএল ক্রিকেটে অনলাইনে জুয়ার আসর চালাচ্ছে এক ব্যক্তি।
এর পরই তাহেরপুর পুলিশ অভিযান চালিয়ে অনলাইনে বেটিং চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ।
প্রসঙ্গত গত কয়েক মাসে রানাঘাট জেলা পুলিশ বিভিন্ন জুয়ার আসরে হানা দিয়ে একাধিক জুয়ারীকে গ্রেফতার করলেও অন লাইন জুয়ার বুকিদের নাগাল পাচ্ছিল না।
এবার তাহেরপুর পুলিসের হাত ধরে অনলাইন জুয়া চক্রের এক বুকিকে গ্রেফতার করলো রানাঘাট জেলা পুলিশ। পুলিশ সূত্রে খবর, অনলাইনে জুয়া চক্রের সাথে যুক্ত বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।