আইপিএল শুরু হওয়ার ২৪ ঘন্টা আগে অবসর নিলেন ধোনি

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: শুক্রবার ২২,মার্চ :: আগামীকাল থেকে শুরু হবে ১৭তম আইপিএল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০০৮ সালে শুরু আইপিএল , সেই থেকে মহেন্দ্র সিং ধোনি আজও আই পি এলে প্রাসঙ্গিক। তবে মহেন্দ্র সিং ধোনি এই বার অবসর গ্রহন করলেন।

২২ মার্চ থেকে শুক্রবার থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৭তম সংস্করণ। ২০০৮ সালে শুরু হওয়া আইপিএল থেকে আজও তিনি প্রাসঙ্গিক। তবে আইপিএল শুরু হবার ২৪ ঘন্টা আগে তিনি অবসর নিলেন।

গত আইপিএলে চেন্নাইকে চ্যাম্পিয়ন করার পর চোখের জলে ধরে রাখতে পারেনি মহেন্দ্র সিং ধোনি। ওই রাতেই কি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন? এই মরসুমের জন্য যে দিন তিনি পা রাখলেন চেন্নাইয়ে সেই দিন বলেছিলেন, ‘অন্য ভূমিকায় দেখবেন আমায়।’ সে দিন কি ইঙ্গিত দিয়েছিলেন? দেশের হয়ে অবসর নেওয়ার সিদ্ধান্ত তিনি হঠাতই নিয়েছিলেন।

আবারো আইপিএল শুরু হওয়ার আগে তিনি অবাক করার মতো সিদ্ধান্ত নিয়ে ফেললেন। আসলে তিনি নিজের দলকে অসম্ভব ভালোবাসেন। দলের প্রতি তার ভালবাসায় তাঁকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =