নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: মঙ্গলবার ৯,ডিসেম্বর :: আইসি আইসি আই ব্যাংকের পরিচয় দিয়ে ডকুমেন্টস হাতিয়ে নেওয়ার চেষ্টা এক যুবকের। সন্দেহ হতেই ডাকলেন ব্যাংকের ম্যানেজার কে। শেষমেষ তুলে দিলেন পুলিশের হাতে। ঘটনায় চাঞ্চল্য।
ঘটনা প্রসঙ্গে জানা গেছে এদিন দুপুর নাগাদ দিনহাটা ভবানী হলের সামনে একটি সারের দোকানে হঠাতেই এক ব্যক্তির আগমন। ওই ব্যক্তি পরিচয় দেন তিনি আইসিআইসি ব্যাংকের একজন কর্মরত কর্মী।
কেওয়াইসি আপলোড করার নাম করে সারের দোকান মালিকের কাছ থেকে সমস্ত ডকুমেন্টস হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন।
সন্দেহ হতেই দোকান মালিক সঙ্গে সঙ্গেই ব্যাংকের ম্যানেজার কে ডেকে নেন। ম্যানেজার এসে পরিষ্কার জানিয়ে দেন ঐ ব্যক্তি ব্যাংকের কর্মী নন। ওই ঘটনার খবর চাউর হতে ভিড় জমতে থাকে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ আটক ঐ ব্যক্তিকে নিয়ে আসেন থানায়।

