নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: মঙ্গলবার ১২,সেপ্টেম্বর :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের পারঘুমটে ২৪০ নং বুথের ১০২ নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। স্থানীয়দের অভিযোগ ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে দেওয়া খিচুড়িতে পোকা ও লার্ভা ভাসছে।
পাশাপাশি ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না ঘরেরও শোচনীয় অবস্থা বলে জানান এলাকাবাসী। ইতিমধ্যে ওই খিচুড়ি খেয়ে ২-৩ জন অসুস্থ হয়ে পড়ায়, তাদের যোগেশগঞ্জ সুস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এলাকাবাসীর অভিযোগ ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়া হয় এর ফলে খিচুড়িতে পোকা দেখা যাচ্ছে।
এই খাবার বাচ্চারা খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়ে। পাশাপাশি অঙ্গনওয়ারী কেন্দ্রের অবস্থাও জরাজীর্ণ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে ঘর আছে তার উপরে টিনের ছাউনি, সেই টিনের ছাউনি দিয়ে বৃষ্টির সময় জল পড়ে, সেই জল ড্রামে ধরে রাখে ও বাচ্চাদের সেই জলে খিচুড়ি রান্না করে দেয় বলে অভিযোগ। সব মিলিয়ে এলাকার শিশু ও মায়েরা স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাদ্য পাক এটাই চাইছে স্থানীয় মানুষ।