আইসিসি মহিলা বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে রিচার তান্ডব

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: রবিবার ৫,অক্টোবর :: আইসিসি মহিলা বিশ্বকাপে আজ রঙ জমলো ভারত-পাকিস্তান ম্যাচে। আট নম্বরে নেমে ঝোড়ো ব্যাটিং উপহার দিলেন বাংলার রিচা ঘোষ। আর রিচার ঝোড়ো ব্যাটিংয়ের জেরেই পাকিস্তানের বিরুদ্ধে সম্মানজনক রানে পৌঁছালো ভারত।

মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপে এদিন ৫০ ওভার ব্যাট করে ভারতের মেয়েরা করে ২৪৭ রান। রবিবার কলম্বোতে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানা।এদিন এশিয়া কাপের পুনরাবৃত্তি হল মহিলা বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচেও। টসের সময় পাক অধিনায়ক ফতিমা সানার সঙ্গে হাত মেলালেন না ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর।

শুরুটা বেশ ভালো করলেন ভারতের দুই ওপেনার প্রতিকা রাওয়াল এবং স্মৃতি মন্ধানা। দলের ৪৮ রানের মাথায় ফাতিমা সানার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন স্মৃতি। তিনি করেন ৩২ বলে ২৩ রান। সাদিয়া ইকবালের বলে বোল্ড হন আরেক ওপেনার প্রতিকা। তাঁর সংগ্রহ ৩১। দুই ওপেনার আউট হতেই রানের গতি কমে যায় ভারতের।

এরপর ৪২ রানের জুটি গড়েন দীপ্তি শর্মা এবং স্নেহ রানা। ব্যাক্তিগত ২০ রান করে সানার বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে আলিয়া রিয়াজের হাতে ধরা পড়েন রানা।

তবে এদিন বেশ আগ্রাসী মেজাজ নিয়ে ব্যাট করেন বাংলার মেয়ে রিচা ঘোষ। জোড়া ছক্কা হাঁকিয়ে রিচা অপরাজিত থাকেন ২০ বলে ৩৫ রানে। ভারতের ইনিংস শেষ হয় ২৪৭ রানে।

বিশেষজ্ঞদের মতে, রিচার এই ইনিংস শুধু ম্যাচের মোড় ঘুরিয়েছে তাই নয়, বরং ভারতীয় মহিলা দলের আত্মবিশ্বাস আরও উঁচু করেছে আসন্ন ম্যাচগুলির জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 4 =