নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: মুর্শিদাবাদ জেলার সদর বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দানে রবিবার দিন বহরমপুর পৌরসভার উদ্যোগে আই লাভ বহরমপুর ও একটি সেলফি জোনের উদ্বোধন করা হলো। এদিন বহরমপুর পৌরসভার মুখ্য উপদেষ্টা নাড়ুগোপাল মুখার্জির হাত ধরে বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দানে ডিএম বাংলোর উল্টোদিকে আই লাভ বহরমপুর এর উদ্বোধন করা হয় ।
এছাড়াও একটি সেলফি জোনের উদ্বোধন করা হয় পাশাপাশি বহরমপুর শহরের যে সমস্ত হকার যেমন বাদাম বিক্রেতা চা বিক্রেতা এবং চানাচুর বিক্রেতা প্রতিদিন রাত্রে বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে তাদের বহরমপুর পৌরসভার পক্ষ থেকে ফুলের তোড়া, মিষ্টি এবং শাল দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো।
রবিবারের এই সেলফি জোন ও আই লাভ বহরমপুরের উদ্বোধনী অনুষ্ঠান সাফল্যমন্ডিত করে তুলবার জন্য বহরমপুর পৌরসভার মুখ্য উপদেষ্টা নাড়ুগোপাল মুখার্জির পাশাপাশি উপস্থিত হয়েছিলেন বহরমপুর পৌরসভার পৌর প্রশাসক স্বরূপ সাহা, বিশিষ্ট সমাজসেবী অশোক দাস, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য অশেষ ঘোষ সহ এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।